প্রিয়াঙ্কা মন্ডল: কলকাতা শহর গঙ্গার তীরে অবস্হিত একটা অন্যতম ব্যস্ত আর রোমান্টিক সিটি ।কলকাতা ট্যুরিজম এই গঙ্গার বুকে ভেসে বেড়ানোর জন্য একটা ক্রুজ চালু করেছেন। ক্রুজটা খুব সুন্দর করে সাজানো ,সন্ধ্যেবেলা দেখতে আরো বেশি সুন্দর লাগে মনে হয় আলোয় আলোয় রঙিন শহরে তোমার আমার সংসার ।নদীর জোলো হাওয়া আর রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে গঙ্গার বুকে ভেসে বেড়াতে আর তার সাথে ওখানকার ক্যাফে থেকে গরম গরম কফিতে চুমুক দেওয়া ।
আপনার প্রিয় মানুষটাকে এরকম একটা রোমান্টিক মনোরম সন্ধ্যা উপহার দিতে চাইলে মাএ উনচল্লিশ টাকা দিয়ে টিকিট টা কেটে ফেলুন । তবে আগে না গেলে মিস হয়ে যাবে টিকিট। গরম গরম ভেজ চপ সিঙাড়া প্যাটিস কেক কফি সবই আছে এই লঞ্চে ।
ক্রুজের সময়- ছুটির দিন ১২,২,৪,৬ টা
উইক ডেস এ ৪টে৬টা
টিকিট -মাএ ৩৯/
এখানকার ক্যাফে তে খাবারের দাম ও বেশি নয়। একটা সেলফি জোন আছে,যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের বেশ ভালো লাগবে । ক্রুজ কোথায় কোথায় কোন কোন ঘাটে যাচ্ছে সব বলে দেবে ,আর রবীন্দ্রসঙ্গীত বাজবে ক্রুজের ভিতর ।দেড় ঘন্টার এই ভ্রমন বেশ ভালোলাগবে।যারা সোলো ট্রাভেলিং পছন্দ করেন তারাও যেতে পারেন ।
ক্রুজ মিলিনিয়াম পার্ক থেকে ছেড়ে মিলিনিয়াম পার্কেই পৌঁছে দেবে ।
একটা মনোরম বিকেলে বা সন্ধ্যেয় গঙ্গার বুকে সূর্যাস্ত দেখতে দেখতে কেমন কাটলো সেই গল্প শোনার অপেক্ষায় আমি ও….