বেশ কয়েক লক্ষ টাকা সহ হাওড়া স্টেশন থেকে ধৃত ১


রবিবার,১৩/১২/২০২০
706

হাওড়া: বেশ কয়েক লক্ষ টাকা সহ হাওড়া স্টেশন থেকে ধরা পড়লেন এক ব্যক্তি। ব্যাগ নিয়ে হাওড়া স্টেশনে ঘোরাঘুরির সময়ে আরপিএফ জওয়ানদের তল্লাশিতে ধরা পড়েন তিনি। আরপিএফ জওয়ানদের দেখে ভয় পেয়ে পালাতে গিয়ে ধরা পড়েন তিনি। তাঁর পিঠে থাকা পিট্টু ব্যাগের ভিতর থেকে পাওয়া যায় ২৪ লক্ষ ৫০ হাজার টাকা। শনিবার এই ঘটনা ঘটে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্ল্যাটফর্মে। আরপিএফ সূত্রে জানা গেছে, বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার দুপুর নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছিল আরপিএফের একটি দল। ক্যাব রোডে পিঠে নীল রঙের পিট্টু ব্যাগ নিয়ে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। আরপিএফ জওয়ানদের দেখেই দৌড় লাগান ওই ব্যক্তি। আরপিএফ জওয়ানরাও তাকে ধাওয়া করে ধরে ফেলেন। তাঁর ব্যাগ খুলে তাজ্জব হয়ে যান আরপিএফ আধিকারিকরা। দেখা যায় ওই ব্যক্তির ব্যাগে থরে থরে সাজানো রয়েছে নগদ লক্ষ লক্ষ টাকার নোট। আরপিএফের জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান তাঁর নাম সরোজ কুমার(২৪)।

বিহারের বেগুসরাই জেলার ছেরিয়া বারিয়ারপুর থানা এলাকার ১০নম্বর ওয়ার্ডের সাপুরের বাসিন্দা তিনি। তিনি জানান শনিবার ০২০২৪ ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস হাথিদাহ জংশন থেকে তিনি হাওড়া আসেন ওই বিপুল পরিমাণ নগদ নিয়ে। ওই টাকা কলকাতার বউবাজারের আর বি জুয়েলার্সে দেওয়ার জন্যে তাকে দিয়েছিলেন তার মালিক। এরপরে তাকে আরও নানান কথা জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে বিকেল ৪টে নাগাদ নিজেদের হেফাজত থেকে নগদ অর্থ সহ হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট