হাওড়া: পুলিশের উদ্যোগ। ট্যাক্সিতে ফেলে আসা পার্স সহ মোবাইল ফোন ফিরে পেলেন মহিলা যাত্রী। হাওড়া সিটি পুলিশের তৎপরতায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হয়েছে মহিলা যাত্রীর খোওয়া যাওয়া জিনিসপত্র। শনিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ খোওয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করে তুলে দেন ওই মহিলার হাতে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার শশীভূষণ মুখার্জী লেনের বাসিন্দা সুপর্ণা মুখোপাধ্যায় এসপ্ল্যানেড থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ফিরে খেয়াল হয় ট্যাক্সিতেই ফেলে রেখে এসেছেন তাঁর টাকা,এটিএম কার্ড সমেত পার্স,মোবাইল ফোন সহ জরুরি কাগজপত্র। এদিকে ওই ট্যাক্সি ড্রাইভার মহিলা যাত্রীর ফেলে যাওয়া জিনিসপত্র ফেরত না দেওয়ায় পরের দিন দুপুরে সুপর্ণাদেবী মালিপাঁচঘড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে মালিপাঁচঘড়া থানার পুলিশ। মহিলার বাড়ির সামনের সিসিটিভির ফুটেজ দেখে ট্যাক্সির নম্বর পায় পুলিশ। সেই নম্বর থেকে গাড়ির মালিকের সন্ধান পাওয়া যায়। তাঁকে ফোন করে মহিলার জিনিসপত্র সহ থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয় মালিপাঁচঘড়া থানা থেকে। এরপর শনিবার তড়িঘড়ি ট্যাক্সি ড্রাইভার থানায় এসে সুপর্ণাদেবীর খোওয়া যাওয়া সমস্ত জিনিসপত্র ফেরত দিয়ে যান। দেরিতে জিনিস ফেরত দেওয়ায় পুলিশ ট্যাক্সি ড্রাইভারকে সতর্ক করে ছেড়ে দেয়। শনিবারই সুপর্ণা দেবীর হাতে খোওয়া যাওয়া সব সামগ্রী তুলে দেওয়া হয়।
https://twitter.com/ebanglaexpress