কলকাতা :: বাংলা এক্সপ্রেসের প্রতিনিধি শম্পা সরদারের মুখোমুখি পৃথিবী গবেষক মাইকেল তরুণ। বার্তা দিচ্ছেন পৃথিবীকে ভালোবাসার। পৃথিবী বাঁচলে বাঁচবে জীবজগৎ। এই ভাবনা বিশ্ববাসীর মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবছর ১৫ জানুয়ারি পৃথিবীর জন্মদিবস পালন করে চলেছেন তিনি। মেদিনীপুর জেলার মহিষাদলে এবছর পৃথিবীর জন্মদিবস উদযাপন করা হবে, জানালেন মাইকেল তরুণ।
https://dai.ly/x7y0tpq