“আমরা আজ সাফল্যের খতিয়ান নিয়ে মানুষের দরবারে যাবো” – পার্থ


শুক্রবার,১১/১২/২০২০
643

কলকাতা :: DG কে তলব নিয়ে পার্থ, আমরা আজ সাফল্যের খতিয়ান নিয়ে মানুষের দরবারে যাবো । এই পদযাত্রা য় মানুষ অংশগ্রহণ করছে । 11 থেকে 21 তারিখ এই কর্ম সূচি চলবে । এই অবস্থায় বিজেপি র লোক জন বিভিন্ন জায়গায় থেকে আসছে যারা বাংলা কে পছন্দ করেনা. বাংলার মানুষ কে উপেক্ষা করে, বাংলার পরিস্থিতি কে তারা এসে অস্থির করার চেষ্টা করছে । তারা নানা ধরনের পরিকল্পনা করে হামলা করেছে কাল কের ঘটনা তার ই একটা অংশ । 19 তারিখ অমিত সা আসছে, আসতেই পারে যদি কুৎসা করতে আসে তার জবাব মানুষ দেবে ।

বিজ্ঞাপন

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট