কবিতা ।।-তোমাকে চাই


শুক্রবার,১১/১২/২০২০
5503

তোমাকে চাই
সৌরভ হালদার

বহুদূর হেঁটে এসে,
ক্লান্ত দুপুরে তোমাকে চাই।
ওই নীল কালো আকাশের মেঘে ,
শ্রাবণের বৃষ্টি ধারাই তোমাকে চাই।

পড়ন্ত বিকেলে,
লেকের পাশে হাঁটতে তোমাকে চাই।
সোনালী সন্ধ্যায় জোনাকির আলোতে
শুধু তোমাকে চাই।

সেই পূর্ণিমা রাতে ,চাঁদের আলোতে
একসাথে পাড়ি দিতে,শুধু তোমাকে চাই
বহুদূর হেঁটে এসে, কলিং বেলের শব্দে
দরজার মুখে তোমাকে চাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট