হাওড়া: বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ের উপর হামলার প্রতিবাদে হাওড়ায় সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে গতকাল জেলাশাসকের অফিসের সামনে যে বিক্ষোভ হয় সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির ঘটনায় বিজেপি মহিলা মোর্চার তিন কর্মী আহত হন। এদের ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। শুক্রবার হাওড়া জেলা হাসপাতালে আহতদের দেখতে আসেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “মার কা বদলা তো মারই হবে। আজ যদি কেউ এসে আমাদের মহিলা পার্টি কর্মীদের, পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করে, তাহলে তো তার বদলা মারই হবে। আমাদের পার্টির কার্যকর্তারা খুন হয়েছেন। মহিলাদের উপর অত্যাচার হয়েছে। তার বদলা তো আমরা নেবই। আমরা বলে দিয়েছি। হাতে আর চার পাঁচ মাস বাকি আছে।”
আহত কর্মীদের দেখতে হাওড়া হাসপাতালে অগ্নিমিত্রা পল
শুক্রবার,১১/১২/২০২০
606