রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা


বৃহস্পতিবার,১০/১২/২০২০
659

হাওড়া,বাগনান: রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে হাওড়ার বাগনানের নজরপুর গ্রামে। রাতেই বুঝতে পেরে চাষীরা নিজেদের উদ্যোগে ধানের গাদায় আগুন নেভায়। প্রায় ত্রিশ বিঘার জমির ধান নষ্ট হয়েছে বলে চাষীদের দাবি। ঘটনার খবর পেয়ে রাতেই বাগনান থানার পুলিশ যায় এলাকায়। চাষীদের অভিযোগ ওই রাতেই পাশের গ্রামের এক যুবককে এলাকা দিয়ে যেতে দেখে।দিন কয়েক আগে পাশের পাড়ায় আরো একটি ধানের গাদায় আগুন লাগিয়েছিল বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।ওই যুবকের নাম সেখ মাবুদ বাড়ি হেতমপুর গ্রামে বলে জানান চাষীরা। বেশ কয়েকদিন ধরে এলাকার চাষীদের হুমকি দেয় বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।

চাষীদের আরও অভিযোগ এলাকার বেশ কিছু গরু ব্যবসায়ীরা ওই এলাকায় গরু ছেড়ে যেত তার ফলে চাষের ধান ও ফুল নষ্ট হতো বারবার বলেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ চাষীদের। সেখান থেকেই কেউ বা কারা আগুন লাগানোর পিছনে থাকতে পারে বলে অভিযোগ চাষীদের। ঘটনার রাতেই পাশের গ্রামের ওই যুবককে এলাকা দিয়ে যেতে থাকলে ওই যুবকের উপর সন্দেহ হতে থাকে চাষীদের।ওই যুবকের পিছনে কেউ বা কারা জড়িয়ে আছে বলে চাষীদের অভিযোগ। পুলিশ রাতেই এলাকায় এলে পুলিশকে পুরো ঘটনা পুলিশের কাছে অভিযোগ জানান বলে চাষিরা জানান।বৃহস্পতিবার সকালে এলাকায় যায় পঞ্চায়েত সদস্য কাজী মোহাম্মদ আলম।চাষীদের ক্ষতির কথা ভিডিও প্রশাসনিক আধিকারিকদের জানাবেন বলে তিনি জানান। ঘটনার পিছনে কেউ বা কারা জড়িত পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট