সরকারের ১০ বছরে তৃণমূলের রিপোর্ট কার্ড প্রকাশ। হাওড়ায় সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী অরূপ রায়


বৃহস্পতিবার,১০/১২/২০২০
652

হাওড়া: ২০১১-২০২০ বিগত দশ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় সদর অফিসে এক সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অরূপ রায়। ওই সাংবাদিক বৈঠকে তিনি রিপোর্ট কার্ডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য, অর্থনীতি, খাদ্য, বিদ্যুৎ, সড়ক, জল, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে সাফল্যের কথা ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, “কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা, পথদিশার মতো প্রকল্প সারা বিশ্বে আলোচিত হয়েছে।” দশ বছরে কোনও কাজে খামতি ছিল কিনা সেই প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, “আমরা খামতি দেখিনি। কিছু কিছু ক্ষেত্রে থাকতেই পারে। তবে, গত দশ বছরে যা কাজ বাংলায় হয়েছে, স্বাধীনতার পরে কোনও রাজ্যে এমন কাজ হয়নি।”

https://youtu.be/2ukQkguO9HY

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট