বেসরকারি হাসপাতালে গৃহবধূর মৃত্যুর ময়নাতদন্তের দাবিতে বি গার্ডেন থানায় বিজেপি নেত্রী


বৃহস্পতিবার,১০/১২/২০২০
743

হাওড়া: উত্তরপাড়ায় বাপের বাড়ি রোগিণীর মৃত্যুর কারণ নিয়ে উঠেছিল অভিযোগ। অভিযোগের তীর ছিল হাওড়ার এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ জানাতে বুধবার রাতে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানায় যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সহ দলের মহিলা মোর্চার কর্মীরা। দাবি না মানা হলে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার কথা জানান অগ্নিমিত্রাদেবী। তিনি বলেন, “উত্তরপাড়ায় বাপের বাড়ি ওই গৃহবধূর মৃত্যু হয় হাওড়ার বেসরকারি হাসপাতালে। গত ৪ তারিখে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে নর্মাল ডেথ উল্লেখ থাকলেও পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় কোভিডে মৃত্যুর মতো প্যাকিং করে। দেহ জোর করে খুলে দেখা যায় মৃতার শরীরে কিডনির দু’দিকের অংশে কাটা চিহ্ন রয়েছে। ওইদিন রাতেই পরিবারটি উত্তরপাড়া থানায় যায়। কিন্তু থানা এফআইআর নেয়নি। এরপর মৃতার বাপের বাড়ির লোকজন কোর্টে যান। কিন্তু এরপর প্রায় পাঁচদিন কেটে গেলেও বুধবার পর্যন্ত দেহের ময়নাতদন্ত করা হয়নি। অবিলম্বে মৃতদেহের ময়নাতদন্তের দাবি জানান তিনি।অন্যদিকে, সাংবাদিকদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অসম্মানজনক মন্তব্য নিয়েও এদিন মুখ খোলেন তিনি। অগ্নিমিত্রা পল বলেন, “আমার মনে হয় আপনাদের উচিত এই সাংসদকে সম্পূর্ণভাবে বয়কট করা। শুধু ইনি বলে নন, আজকে আমরা যে কেউ প্রচারের আলোয় আসতে পারি সংবাদমাধ্যমের জন্যই। সাংবাদিকেরা যদি না থাকেন যে কাজটা আমরা করছি সেটা ভালো বা মন্দ সেটা প্রচারের আলোয় আসবে না।”

বিজ্ঞাপন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট