“বর্তমান দেশব্যাপী কৃষক আন্দোলন নরেন্দ্র মোদি সরকারের দম্ভ চূর্ণ করবে” – ফিরহাদ হাকিম


বুধবার,০৯/১২/২০২০
655

কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিঙ্গুর আন্দোলন তৎকালীন বামফ্রন্ট সরকারের দম্ভ চূর্ণ করেছিল। বর্তমান দেশব্যাপী কৃষক আন্দোলন নরেন্দ্র মোদি সরকারের দম্ভ চূর্ণ করবে। মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে আয়োজিত পশ্চিমবঙ্গ কিশান ও খেতমজুর তৃণমূল কংগ্রেসের অবস্থান মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক বেচারাম মান্না। কৃষক নেত্রী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থানের শেষ দিনে উপস্থিত হয়ে কৃষকদের বার্তা দেবেন বলে জানান তিনি।

https://khabriya.in/watch?code=lvhblwISyx

বুধবার অবস্থান মঞ্চে হাজির হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আদানি আম্বানিদের জন্য এই কৃষি আইন নিয়ে এসেছে। দেশজুড়ে সংঘটিত হওয়া কৃষকদের আন্দোলন নরেন্দ্র মোদি সরকারের শেষ পেরেক পুঁততে দেবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা যোগ দিয়েছেন তৃণমূল কৃষক সংগঠন এর এই অবস্থান কর্মসূচিতে। তাদের একটাই দাবি নয়া কৃষি আইন বাতিল করতে হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কৃষকদের দাবি যতদিন না মেনে নিচ্ছে আন্দোলন আরও তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট