বিধায়ককে ডাকা হয়নি কেন অভিযোগ তুলে বালিতে টিম পিকে’র বৈঠকের সময় হঠাৎ হাজির বিধায়ক ঘনিষ্ঠ নেত্রী


বুধবার,০৯/১২/২০২০
1012

হাওড়া: বালিতে বিধায়কের অনুপস্থিতিতে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি নিয়ে টিম পিকে’র সঙ্গে প্রাক্তন কাউন্সিলর ও ওয়ার্ড প্রেসিডেন্টদের চলছিল বৈঠক। খবর পেয়ে সেই বৈঠক শেষের আগে সেখানে ছুটে আসেন বিধায়ক ঘনিষ্ঠ মহিলা সভানেত্রী বিজয়লক্ষ্মী রাও। কেন বিধায়ককে না ডেকে এই বৈঠক করা হচ্ছে প্রকাশ্যেই তিনি সরব হন। এরপরই দু’পক্ষ তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন দলের সিনিয়ররা। এই ঘটনায় এদিন ফের প্রকাশ্যে চলে আসে বালিতে শাসকদলের গোষ্ঠী রাজনীতি। জানা গেছে, বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি নিয়ে বালি বিধানসভা এলাকার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে এদিন বৈঠক করছিলেন পিকে’র টিম। বৈঠক শেষ হওয়ার কিছু আগে বালির মহিলা সভাপতি বিজয়লক্ষ্মী রাও উপস্থিত হন সেখানে। তিনি জানতে চান বিধায়ককে বাদ দিয়ে কেন এই বৈঠক চলছে। কেন এই বৈঠক নিয়ে বিধায়ককে কিছু জানানো হয়নি। এবিষয়ে পিকে’র টিমের প্রতিনধি ও উপস্থিত তৃণমূল নেতাদের বিরুদ্ধেও সরব হন তিনি।এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে সেখানে উপস্থিত নেতৃবৃন্দ পরিস্থিতি সামাল দেন। অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে সেকানকার পরিস্থিতি।

উল্লেখ্য, এদিন সকালে বালি বিধানসভা এলাকার একটি প্রেক্ষাগৃহে ওই বৈঠক ডাকা হয়েছিল। বিদায়ী কাউন্সিলর এবং অন্যান্য পার্টি সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন টিম পিকে’র কর্তারা। সেই বৈঠকেই বিধায়িকাকে ডাকা হয়নি বলে অভিযোগ ওঠে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট