বাক্স খুলতেই দেখেন মোবাইলের বদলে জলের বোতল


বুধবার,০৯/১২/২০২০
753

হাওড়া,আমতা: অনলাইনে শপিং এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সময় সাশ্রয় হয় বেশ। থাকে ডিস্কাউন্ট অফারও। কিন্তু বিপত্তি যে নেই একেবারে তা কিন্তু নয়। এই ধরুন অনলাইনে মোবাইল ফোনের অর্ডার দিলেন। সময়মতো ঘরের দুয়ারে চলে এলো প্যাকেট। তবে খুলতেই চক্ষু চড়কগাছ।দেখলেন প্যাকেটে মোবাইলের বদলে জলের বোতল। ঘটনাটি ঘটেছে আমতা থানার খড়দহ বাগান পাড়ায়।খড়দহ গ্রামের যুবক সেখ আনোয়ার আলি বহুজাতিক নামি সংস্থায় অ্যামাজনে গত ২৯ নভেম্বর ১৫ পিস মোবাইল ফোন অর্ডার করে। ওই সংস্থা থেকে শেখ আনোয়ারকে বলা হয় ৬ ডিসেম্বর ডেলিভারি করা হবে। সেই অনুযায়ী ৬ ডিসেম্বর রবিবার দুপুরে মোবাইল ডেলিভারি করতে এক যুবক আসে। আনোয়ার আলি বাড়িতে না থাকায় তার মা ডেলিভারি করতে আসা যুবকের কাছ থেকে প্যাকেটগুলো গ্রহণ করেন। আনোয়ার বাড়িতে এসে সোমবার প্যাকেটগুলো খুলতেই হতবাক তিনি।

https://youtu.be/vAhuhLxo7q0

একটি বাক্স খুলতেই দেখেন মোবাইলের বদলে জলের বোতল। বছর পাঁচেক ধরে অনলাইনে বিভিন্ন কোম্পানির মোবাইল কিনে সে ব্যবসা করে আসছে বলে জানান ওই যুবক। এই ধরনের প্রতারণার শিকার এই প্রথম পড়তে হয়েছে বলে আনোয়ার জানান।পরে ওই বহুজাতিক সংস্থাকে ফোন করেন আনোয়ার। ঘটনা তদন্ত করে দেখার আশ্বাসও দেয় তারা।প্রায় ৭৭ হাজার টাকা খুইয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরে ওই সংস্থার বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ওই যুবক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট