সকাল থেকেই ঝাড়গ্রাম শহর লাগোয়া রাধানগর মোড়ে ঝাড়গ্রাম মেদিনীপুর রাস্তায় অবরোধ শুরু


বুধবার,০৯/১২/২০২০
635

ঝাড়গ্রাম:- গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এনভিএফ কর্মী বিশ্বজিৎ প্রধান ( নেড়া ) কে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না । অভিযুক্ত কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার সকাল থেকেই ঝাড়গ্রাম শহর লাগোয়া রাধানগর মোড়ে ঝাড়গ্রাম মেদিনীপুর রাস্তায় অবরোধ শুরু করেছে নিহত তকবির আলীর পরিজনের । ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী । বর্তমানে রাস্তা অবরোধের জন্য আটকে পড়েছে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি ।

গতকাল দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ ঝাড়গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাছুরডোবা এলাকায় একটি ক্রিকেট খেলা দেখতে এসে দর্শক আসনে থাকা রাধানগর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের বাসিন্দা ২৮ বছরের যুবক তকবির আলী । অভিযোগ তকবির কে দুটো হাতে দুটো বন্দুক নিয়ে হঠাৎ গুলি করে বাছুরডোবা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ প্রধান নামে মেদিনীপুর পুলিশ লাইনে কর্তব্যরত এক এনভিএফ কর্মী । তকবির কে একটি পায়ে ও একটি মাথার কাছে গুলি করা হয় এবং লোহার রোড দিয়ে মাথা থেতলে দেওয়ার অভিযোগ ওঠে বিশ্বজিৎ এর বিরুদ্ধে । তকবির কে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে কলকাতা স্থানতর করা হয় । ঝাড়গ্রাম থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় তকবির এর । মৃত্যুর খবর রটতেই রণক্ষেত্রের চেহারা নেই ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকা । তকবির এর পরিবার লোকজন বিশ্বজিৎ এর বাড়ী ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে । ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও দমকল বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । তকবির এর মর দেহ মেদিনীপুর হাসপাতালের মর্গে রাখা হয় এদিন ময়নাতদন্তের পর তকবিরের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট