কৃষক সংগঠনের ডাকা ধর্মঘটে সকাল থেকে গ্রামীন হাওড়া উলুবেরিয়ায় রাস্তায় নেমেছে বাম কর্মী সমর্থকরা


মঙ্গলবার,০৮/১২/২০২০
829

হাওড়া: কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারত কৃষক সংগঠনের ডাকা ধর্মঘটে সকাল থেকে গ্রামীন হাওড়া উলুবেরিয়ায় রাস্তায় নেমেছে বাম কর্মী সমর্থকরা।সকাল সাড়ে সাতটা নাগাদ উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বাম কর্মী সমর্থকরা।ওখান থেকে মিছিল করে রেল লাইনে বসে পড়েন বন্ধ সমর্থনকারীরা। বেশ কিছুক্ষণ দক্ষিণ পূর্ব রেল চলাচল ব্যাহত হয়। পরে সেখান থেকে মিছিল করে। পরে সেখান থেকে মিছিল উলুবেড়িয়া কৈজুরীতে ১৬ নং জাতীয় জাতীয় সড়কে উপর বসে পড়ে বাম কর্মী সমর্থকরা। জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ চলে অবরোধ। অবরোধের জেরে জাতীয় সড়কের দুই লেনে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। এদিন সকাল থেকে আমতা এলাকায় দেখা গেল সমস্ত দোকানপাট বন্ধ।বন্ধ সরকারি-বেসরকারি রুটের বাস চলাচল। একই চিত্র বাগনান শ্যামপুরেও।বেলা বাড়ার সাথে সাথে দেখা গেল আমতা এলাকায় ব্যাঙ্ক গুলিও বন্ধ থাকতে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট