রাজীবের নামে পোস্টার ব্যানার এবার হাওড়ার বালিতে


মঙ্গলবার,০৮/১২/২০২০
906

হাওড়া: হাওড়ার বালিতেও পোস্টার পড়ল রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে। বালিখাল, নিমতলায় ওই পোস্টার ব্যানার চোখে পড়ছে। পোস্টারে লেখা শীত-গ্রীষ্ম-বর্ষা রাজীবদা ভরসা। দিকে দিকে লাখে লাখে চাইছে মানুষ রাজীবদাকে। কাজের মানুষ কাছের মানুষ রাজীবদা মানেই আবেগ। পোস্টারের নিচে লেখা দাদার সমর্থকবৃন্দ। বালি বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টার ঘিরে এবার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এর আগে সোমবার সকালেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ফ্লেক্স দেখা গিয়েছিল হাওড়ায়। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, কোনা এক্সপ্রেসওয়ে, ইছাপুর জলের ট্যাঙ্ক মোড়, নবান্ন এলাকা সহ বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখা গিয়েছিল। সেখানে কোথাও লেখা “আমরা দাদার কর্মী” আবার কোথাও লেখা “আমরা রাজীবপন্থী”, কোথাও লেখা ” আমরা দাদার সেবক”। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে লেখা “হাজার ভিড়ে একটাই নেতা” বা ” “অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে” ইত্যাদি। কে বা কারা শহরের বুকে এই ব্যানার লাগিয়েছে তা অবশ্য জানা যায়নি। এরপর বালিতেও রাজীবের নামে পোস্টার ব্যানার লাগানো হল।

বিজ্ঞাপন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট