হাওড়াতেও বিক্ষোভ বিজেপি যুব মোর্চার


সোমবার,০৭/১২/২০২০
851

হাওড়া: উত্তরকন্যার ঘটনার প্রতিবাদে এবং ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ’কে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করেছে এর প্রতিবাদে সোমবার বিকেলে হাওড়া ফাঁসিতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা যুব মোর্চা। এই কর্মসূচি নিয়ে বিজেপির হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা বলেন, আজ বিজেপির ঘোষিত কর্মসূচি ছিল উত্তরকন্যা অভিযান। এই অভিযানে পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। আগে থাকতে এই অভিযানের কথা জানানোও হয়েছে। তারপরেও এই কার্যক্রমের উপর অমানবিক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট চালানো হয়েছে। বিজেপি যুব শাখার এক কার্যকর্তার মাথায় পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে। এছাড়াও একজন কার্যকর্তা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শুধু তাই নয় এরসঙ্গে প্রায় একশো কার্যকর্তা আহত হয়েছেন। এই মৃত্যু এবং অমানুষিক পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজ হাওড়া জেলা যুব মোর্চার নেতৃত্বে ফাঁসিতলার মোড়ে একটি প্রতীকী অবরোধ ও এখানে কুশপুত্তলিকা পোড়ানো হয়। যদি এমন অমানবিক কাজ বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

বিজ্ঞাপন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট