কলকাতা : কেন্দ্রীয় সরকারের গৃহীত এনআরসি সহ একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে রাজভবনে সামিল হয় বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠন। সোমবার কয়েকশো মানুষ রাজভবনের সামনে বিক্ষোভ সংগঠিত করে। কেন্দ্রীয় শিক্ষা নীতির প্রতিবাদ করার পাশাপাশি বন্দী মুক্তিরও দাবি জানান তারা। ফসলের সহায়ক মূল্যের দাবি জানানো হয় এদিনের কর্মসূচি থেকে।
এনআরসির প্রতিবাদে রাজভবন অভিযান
সোমবার,০৭/১২/২০২০
795