কলকাতা : ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় বিক্ষোভ।ঠেকাতে পুলিশ যে গাজোয়ারি মনোভাব নিয়েছে তা অগণতান্ত্রিক। মন্তব্য করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। মানুষের মৃত্যু হলে সেই দায় সরকারকে নিতে হবে, মন্তব্য করেন এই সিপিএম নেতা। মেদিনীপুরের জনসভায় মুখ্যমন্ত্রী ভাষণক ‘ফালতু’ ভাষণ বলে এদিন মন্তব্য করেন সুজন। নবান্নের ১৪ তলাটা এখন আর তার নিরাপদ নয় তা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য তাঁর। কৃষকদের ডাকে সারা ভারত ধর্মঘটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক সমর্থন নিয়ে এদিন কটাক্ষ করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন ধর্মঘটকে সমর্থন করার সাহস মুখ্যমন্ত্রীর নেই।
ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় – সুজন চক্রবর্তী
সোমবার,০৭/১২/২০২০
753