হাওড়ায় শহর জুড়ে ব্যানার বিতর্কে মুখ খুললেন অরূপ


সোমবার,০৭/১২/২০২০
830

হাওড়া: কলকাতার পর শহর জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে হাওড়াতেও। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের আরেক মন্ত্রী দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “এজেন্সিকে পয়সা দিলে সারা শহর জুড়ে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে ব্যানার লাগানো যায়। কে কি ব্যানার লাগালো তাতে কিছু আসে যায় না। আমার কাজটাই আসল। প্রথম দিন থেকে দল করে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। দীর্ঘ দিন দীর্ঘ পথ অতিক্রম করেছি। কিন্তু কোনওদিন দলের বিরুদ্ধে এই ধরনের কথা বলিনি। মা’ও বলিনি। মাকে গালাগালিও দিইনি। যারা মাকে গালাগালি করে তাদের সম্বন্ধে কি বলব। দিলীপ ঘোষের মতো একজন উশৃংখল নেতা যদি কাউকে প্রশংসা করে সার্টিফিকেট দেন সেটা তাঁর ডিমোশান।”

বিজ্ঞাপন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট