হাওড়া: শহর কলকাতার পর তৃণমূল নেতা তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ও ব্যানার পড়ল হাওড়াতেও। যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে “আমরা দাদার অনুগামী” তরফে শুভেন্দু অধিকারীর নামেও ব্যানার ফ্লেক্স দেখা গিয়েছিল হাওড়ার বিভিন্ন এলাকায়। এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামেও ফ্লেক্স দেখা গেল হাওড়ায়। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, কোনা এক্সপ্রেসওয়ে, নবান্ন এলাকা সহ বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখা গেছে। কোথাও লেখা “আমরা দাদার কর্মী” আবার কোথাও লেখা “আমরা রাজীবপন্থী”, কোথাও লেখা ” আমরা দাদার সেবক”। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে লেখা “হাজার ভিড়ে একটাই নেতা” বা ” “অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে” ইত্যাদি। কে বা কারা শহরের বুকে এই ব্যানার লাগিয়েছে তা অবশ্য জানা যায়নি। রাজনৈতিক মহলে এই ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে রবিবার শ্যামবাজার, উল্টোডাঙা, গিরিশ পার্ক, কাঁকুরগাছি সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গাতেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ও ফ্লেক্স চোখে পড়েছিল।
কলকাতার পর এবার হাওড়াতেও রাজীবের নামে ব্যানার পোস্টার
সোমবার,০৭/১২/২০২০
821