বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য: ওবায়দুল কাদের


সোমবার,০৭/১২/২০২০
509

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “যারাই জড়িত থাকুক, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শাস্তি পেতেই হবে।৬ ডিসেম্বর রোববার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী নিজ সরকারি বাসভবন থেকে সভায় যুক্ত হন। সেতুমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা।বিষয়টি সংবিধানেরই অবমাননা জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, “জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিকভাবেই বিধিবদ্ধ বিষয়, তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা প্রকারান্তরে সংবিধানের অবমাননা।তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগ গায়েপড়ে আক্রমণ করে না। তবে আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে একবিন্দুও পিছপা হয় না।এ সময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট