“আর নয় অন্যায়” কর্মসূচিতে হাজির হলেন ঝাড়খন্ড এর প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা


শনিবার,০৫/১২/২০২০
811

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুর এ “আর নয় অন্যায়” কর্মসূচিতে হাজির হলেন ঝাড়খন্ড এর প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা,এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেম্ব্রম,বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সথপথী

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুর এ “আর নয় অন্যায়” কর্মসূচিতে হাজির হলেন ঝাড়খন্ড এর প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা,এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেম্ব্রম,বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সথপথী। সভা শেষে গোপীবল্লভপুর ১নং ব্লকের ফানিয়ামারা গ্রামে এক দলিতের বাড়িতে হ্যান্ডবিল বিতরণ করে ‘গ্রামে অভিযান’ কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এবং ছাতিনাশোল গ্রামে পঞ্চায়েত সমিতির সভাপতি দানগী সরেনের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেনপ্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট