শিবপুর শ্যুটআউট – কান্ডে গ্রেফতার আরও ২


শনিবার,০৫/১২/২০২০
671

হাওড়া: হাওড়ার শিবপুরে মহম্মদ আবদুল্লা খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে হাওড়া সিটি পুলিশের একটি দল বিহারের পাটনার সিয়ান জেলা থেকে এদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতেরা হল আসগর আলি ও ভুতো ওরফে রাজ। শনিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আদালতের কাছে আবেদন করে। পুলিশ জানিয়েছে, মহম্মদ আবদুল্লা খুনের ঘটনায় এর আগে গত সোমবার তিন অভিযুক্ত আলি হোসেন ওরফে সাদ্দাম, মহম্মদ তৌসিফ ওরফে গ্যাঁড়া এবং মহম্মদ আজাদ ওরফে কাল্লুকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু চলে। জেরায় পুলিশের কাছে ২ জনের নাম জানায় তারা।

বিজ্ঞাপন

এরপর অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। বিশেষ সূত্রে পুলিশ জানতে পারে বিহারের পাটনার কাছে তারা গা ঢাকা দিয়ে রয়েছে। খবর পেয়ে পাটনায় যায় পুলিশ। সেখান থেকে শুক্রবার ২ জনকে গ্রেফতার করা হয়। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মহম্মদ আবদুল্লা অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল। ধৃতেরা আবদুল্লার অপর গোষ্ঠীতে ছিল। ২০১২ সালের একটি খুনের ঘটনার বদলা নিতেই এই খুন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। উল্লেখ্য, ১৬ নভেম্বর রাত প্রায় ৯ নাগাদ শিবপুরের রামকৃষ্ণপুর লেনের তালতলা এলাকায় প্রকাশ্যে মহম্মদ আবদুল্লা(২৫) খুনের ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায় ৫ জন দুষ্কৃতী সেখানে এসে মহম্মদ আবদুল্লা এবং তাঁর সঙ্গী শেখ আবদুল্লার ওপর প্রায় ৩ রাউন্ড গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহম্মদ আবদুল্লাকে মৃত বলে ঘোষণা করা হয়। শেখ আবদুল্লা গুরুতর জখম গুরুতর হন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট