কৃষি আইনের প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল


শুক্রবার,০৪/১২/২০২০
658

শম্পা সরদার, কলকাতা: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কৃষকদের ভাতে মারতে কৃষি আইন নিয়ে এসেছে। বিজেপির কৃষি নীতির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিয়ানার কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাতে তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিদের পাঠিয়েছেন তিনি। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের এই অবস্থানের কথা জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন ২০০৬ সালের ৪ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের কৃষকদের জমি রক্ষার আন্দোলনে অনশন শুরু করেছিলেন। টানা ২৬ দিন অনশন করেছিলেন তিনি। তখন ছিল রাজ্যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন। এবার কৃষক আন্দোলন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কেন্দ্রীয় সরকার বহুজাতিক সংস্থার সুবিধা পাইয়ে দিতে কৃষি আইন এনেছে। কাকলি ঘোষ দস্তিদার প্রশ্ন তোলেন, কার স্বার্থে এই আইন? কোন বহুজাতিক সংস্থার স্বার্থে? এই আইনের ফলে দেশে ফের দুর্ভিক্ষ ফিরে আসবে বলে মন্তব্য করেন তৃণমূলের এই সাংসদ। তিনি বলেন বহুজাতিক সংস্থার চুক্তিমতো কৃষকরা ফসল ফলাতে না পারলে তাদের ঘটিবাটি বিক্রি করতে হবে। চরম দুর্দিন নেমে আসবে কৃষকদের জীবনে। কেন্দ্রে এই কৃষি আইনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশ জুড়ে তীব্র আন্দোলন সংগঠিত করা হবে বলে জানিয়ে দেন তিনি। পশ্চিমবঙ্গের কৃষকদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করে চলেছেন বলে এ দিন জানান কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন বাংলায় কৃষি জমির উপর খাজনা তুলে দেওয়া হয়েছে। বাংলার কৃষকরা সরাসরি পণ্য বেচতে পারেন সরকারের কাছে। মাঝে মধ্যস্বত্বভোগীর কোন জায়গা নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট