সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে উদ্যোগী মানবাধিকার সংগঠন


সোমবার,৩০/১১/২০২০
921

দক্ষিণ ২৪ পরগনা: হিউম্যান রাইটস প্রটেকশন অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন কমিটি গঠিত হল রবিবার। কলকাতায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দিন দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ আখতারুজ্জামান মোল্লা। উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস প্রটেকশন অ্যাসোসিয়েশন এর সর্বভারতীয় সভাপতি শামীম আহমেদ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প সাধারণ মানুষের জন্য তা যাতে সঠিকভাবে ঘরে ঘরে পৌঁছায় তা দেখবার জন্য সদস্যদের নির্দেশ দেন তিনি।

শামীম আহমেদ সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, যেখানেই সাধারন মানুষ অত্যাচারিত হবে কিংবা বঞ্চনার শিকার হবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে। দক্ষিণ ২৪ পরগনা নতুন জেলা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন ডঃ প্রদীপ কুমার মন্ডল, কার্যনির্বাহী সভাপতি মহাতাব উদ্দিন গাজি, সাধারণ সম্পাদক আবুল বাসার শেখ, সম্পাদক অভিজিৎ তরফদার। এছাড়াও কমিটির বিভিন্ন পদাধিকারী হয়েছেন, ডঃ দেবাশীষ রায়, আনোয়ার হোসেন লস্কর, মহম্মদ মানোয়ার হোসেন, শেখ আতিয়ার রহমান, ইসমাতারা খাতুন। এদিনের সভা পরিচালনা করেন সংগঠনের ল-সেলের চেয়ারপার্সন শিরিন সুলতানা।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট