মারা গেছেন বাংলাদেশের সরোদ বাদক ওস্তাদ শাহাদত হোসেন খান


রবিবার,২৯/১১/২০২০
802

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ শাহাদত হোসেন খান। ২৮ নভেম্বর রাত ৮টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নাট্যজন মামুনুর রশীদ। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্তঅনুরাগী  রেখে গেছেন। ২৯ নভেম্বর বাদ যোহর নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়। ১৯৫৮ সালে উপমহাদেশের অন্যতম এক সঙ্গীত পরিবারে জন্ম নেন শাহাদাত হোসেন খান। তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি বিশ্বখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খার ছোট ভাই ওস্তাদ আয়েত আলী খার নাতি। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খান প্রখ্যাত উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ও সেতার বাদক ছিলেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন ওস্তাদ শাহাদাত হোসেন খান। তার যমজ মেয়ে  আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক।শাহাদাত হোসেন খান সঙ্গীত সাধনার পাশাপাশি সরকারী চাকুরীজীবি ছিলেন। বাংলাদেশ জুটমিলস কর্পোরেশনের উধ্বর্তন কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট