বীরভূম: নিজের রাজ্য সম্পর্কে অপমানকর মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলাকে দ্বিতীয় কাশ্মীর বলে মন্তব্য করলেন তিনি। দিলীপ ঘোষ এদিন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করতে গিয়ে টেনে আনেন কাশ্মীরের প্রসঙ্গ। আর তা নিয়ে মন্তব্য করতে গিয়েই নিজের রাজ্যের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসেন।
বুধবার বীরভূমের সিউড়িতে চা চক্রে অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলীপ ঘোষ বলেন, বিধানসভা ভোটে খাতা খুলতেই পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তপশিলী পরিবারের বাড়িতে যাওয়া নিয়েও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর মন্তব্য, এখন খাটিয়ায় বসেছেন, এরপর মাটিতে বসতে হবে। সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন নিয়েও এদিন বিরূপ মন্তব্য করেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা।