বড়দিনের আগেই মহানগরী উপহার পেতে নবনির্মিত মাজেরহাট ব্রিজ


বুধবার,২৫/১১/২০২০
833

কলকাতা: বড়দিনের আগেই মহানগরী উপহার পেতে নবনির্মিত মাজেরহাট ব্রিজ। শহরের প্রথম কেবিল ব্রিজ হতে চলেছে এই মাঝেরহাট। তবে রেলের অনুমোদন পেতে ন’মাস সময় লেগেছে বলে ক্ষোভ প্রকাশ করেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস।

মাঝেরহাট ব্রিজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হওয়ার জন্য আবারও রেলকে দুষলেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। রেললাইনের উপর এই ব্রিজের নির্মাণের কাজ করার অনুমোদন পেতে ন’মাস সময় লেগেছে বলে অভিযোগ করেন তিনি। তারপরেও রেকর্ড টাইমে মাঝেরহাট ব্রিজের কাজ সম্পন্ন করা হয়েছে। দাবি করলেন রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস।

চিফ ইঞ্জিনিয়রদের সঙ্গে নিয়ে বুধবার মাঝেরহাট ব্রিজ পরিদর্শনে যান অরূপবাবু। খতিয়ে দেখেন কাজের অগ্রগতি। তিনি বলেন, যেকোনো জায়গায় কেবিল ব্রিজ নির্মাণ করতে কমপক্ষে ২৪ মাস সময় লাগে। মাঝেরহাট ব্রিজ মাত্র এক বছরের মধ্যে সম্পন্ন করা হয়েছে।
ডিসেম্বর মাসের প্রথম দিকেই মাঝেরহাট ব্রিজ চালু হতে চলেছে। এদিন পরিদর্শনের পর জানালেন পূর্তমন্ত্রী। মাঝেরহাট ব্রিজ চালু হলে বেহালা সহ দক্ষিণ শহরতলিরর একাধিক এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।

বিজ্ঞাপন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট