সদলবলে মিম নেতার তৃণমূলে যোগদান


সোমবার,২৩/১১/২০২০
1023

কলকাতা : আসাউদ্দিন ওয়াইসির দল মিমের পশ্চিমবঙ্গের‘ প্রধানমুখ’ সৈয়দ আনোয়ার হোসেন পাসা সদলবলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সোমবার তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের দুই গুরুত্বপূর্ণ নেতা মলয় ঘটক ও ব্রাত্য বসু।

বিভিন্ন জেলা থেকে মিমের কয়েকশো সদস্য যোগ দেন তৃণমূলে। এদিন আনোয়ার হোসেন পাশা বলেন ‘ সব ধর্মের সহাবস্থান বাংলায়।তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে।ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির।বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না।’ বিজেপিকে রুখতে মমতার হাত শক্ত করার আহ্বান জানান তিনি। ব্রাত্য বসু বলেন, গত ১০ বছর পড়তে যাচ্ছে তৃণমূল সরকারের। এই সরকারের নির্যাস তা হল উন্নয়ন। এই সকারের কাজে, উন্নয়নে আকৃষ্ট হয়ে মিমের অন্যতম প্রধান মুখ আনোয়ার হোসেন পাসা, সাদিকুল হাসান, আবুল কাসেম, সুবির মোল্লা, আজিজ, নাজিমুল হোসেন, তনবীর খান, মিসার আহমেদ, বরকত আলি বহু মিম নেতা ও কর্মী তৃণমূলে জোগদান করলেন।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট