বাগনানে নিহত বিজেপি কর্মী কিঙ্কর মাজির পরিবারের পাশের দাঁড়ল বিজেপি


সোমবার,২৩/১১/২০২০
923

হাওড়া,বাগনান: বাগনানে নিহত বিজেপি কর্মী কিঙ্কর মাজির পরিবারের পাশের দাঁড়ল বিজেপি। সোমবার দলের পক্ষ থেকে নিহত বিজেপি কর্মী কিঙ্কর মাজির পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত,গত ২৩ অক্টোবর রাতে বাগনান থানার বেনাপুর গ্রামের বিজেপি নেতা কিঙ্কর মাজিকে সামনে থেকে গুলি করে দুষ্কৃতী পালায়।স্থানীয়রা উদ্ধার করে তাকে উলুবেরিয়া মহাকুমা হাসপাতাল পরে কলকাতায় স্থানান্তরিত করা হলে কয়েকদিন পরেই মারা যান।প্রথম থেকেই তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিল বিজেপি। এদিন তাদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।দীলিপ বাবু বলেন, আমরা কারও মৃত্যু নিয়ে রাজনীতি করি না। আমরা কথা দিয়েছিলাম ওদের পাশে থাকব। তাই সামান্য কিছু সাহায্য করে গেলাম।

তাঁর আলো অভিযোগ এ রাজ্যে আইনের শাসন নেই। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। তাই বিরোধী দল করলে মানুষকে হয় গ্রাম ছাড়া থাকতে হচ্ছে নয়তো জেলে। তবে এর জবাব মানুষই দেবে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট