কলকাতা : রাজ্যে বিজেপিকে ঠেকাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাম ও কংগ্রেসের একসঙ্গে নির্বাচনী ময়দানে নামা উচিত। সিপিআইএমএল লিবারেশন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এমন প্রস্তাব দিয়েছিলেন। তবে এই প্রস্তাবকে সম্পূর্ণ উড়িয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রবিবার বিমান বসু বলেন, আমরা বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে আলাদা কিছু ভাবি না। একে অপরে বোঝাপড়া করে চলে বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে হাতে করে নিয়ে এসেছে বলে এদিন বিমান বসু মন্তব্য করেন। রাজ্যে বিজেপি এবং তৃণমূল এর বিরুদ্ধে বামেনা লড়াই করবে বলে সাফ জানিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান।
বিজেপি – তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই : বিমান বসু
সোমবার,২৩/১১/২০২০
651