মাস্ক না পড়লে জরিমানা ২০০০ টাকা


শুক্রবার,২০/১১/২০২০
682

দিল্লি: রাজধানী দিল্লিতে মুখে মাস্ক না থাকলে ২০০০ টাকা জরিমানার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগে এই জরিমানা ছিল ৫০০ টাকা। করোনাভাইরাসের বাড়বাড়ন্ত ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দিল্লীর মুখ্যমন্ত্রী সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলিকে জনসমাগম হয় এমন জায়গায় লোকজনের মধ্যে মাস্ক বিতরণের জন্য আহ্বান জানিয়েছেন। দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ চলছে।প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। নভেম্বরের শুরু থেকে প্রতি সপ্তাহে আগের রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টার হিসাবে দেখা যায়, দিল্লিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৮৬ জনের। মৃত্যু হয়েছে ১৩১ জনের। এই নিয়ে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের বেশি। আর মৃতের সংখ্যা ৭ হাজার ৯৪৩।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকার দিল্লি হাইকোর্টের উষ্মার মুখে পড়েছে। এই অবস্থায় পুরোপুরি লকডাউনে না গিয়ে কেজরিওয়াল সরকার বিশেষ বিশেষ ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে। বিভিন্ন মল বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট