শিয়ালদহ: লকডাউনে দীর্ঘ ৮ মাস বন্ধ রোজগার। ট্রেন চলাচল নেই, তাই ওদের আয় নেই। চূড়ান্ত দূরাবস্থায় দিনযাপন হকারদের। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর পেটে ভাত নেই। পরিবারের মুখে হাসি নেই। এই চরম দুর্দিনে তাই প্রতিবাদ ছাড়া কোনও বিকল্প নেই ওদের কাছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সদ্য চালু হয়েছে রেল চলাচল। কিন্তু তবু স্টেশনে ব্রাত্য হকাররা। মঙ্গলবার আইএনটিটিইউসি নেতা মানা চক্রবর্তীর নেতৃত্বে শিয়ালদহ স্টেশন চত্ত্বরে এক বিশাল অবস্থান বিক্ষোভে সামিল হলেন শতাধিক হকার। দাবী একটাই, অবিলম্বে ট্রেনে ও স্টেশনে তাদের প্রবেশাধিকার দিতে হবে। ফিরিয়ে দিতে হবে চেনা ছন্দ। হকারদের উপর থেকে নিষধাজ্ঞা তুলে নেওয়ার দাবীতে এদিন স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দেন মানা চক্রবর্তী ও অন্যান্য হকার ইউনিয়নের নেতারা। স্টেশন চত্ত্বরে প্রদর্শন করা হয় বিক্ষোভ। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতা মানা চক্রবর্তী অভিযোগ করে বলেন অনিয়ম চলছে শিয়ালদহ স্টেশনে। স্টেশন চত্বরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলছে। রেল কর্তৃপক্ষের নজরে বারংবার তা আনা সত্ত্বেও পরিস্থিতির কোনো বদল ঘটেনি বলে অভিযোগ করেন তৃণমূলের এই শ্রমিক নেতা।
তৃণমূল ট্রেড ইউনিয়নের বিক্ষোভ শিয়ালদহ স্টেশনে
মঙ্গলবার,১৭/১১/২০২০
937