কলকাতা : ভাইফোঁটার আনন্দে যখন আমবাঙালি মাতোয়ারা তখন ওদের কথা ভাবার সময় থাকে না কারোর। ওরা যে ফুটপাথে থাকে। ওদের আবার কীসের ফোঁটা। নীহারিকা মুখোপাধ্যায় ওদের কথাই ভেবেছেন। ডিভাইন ব্রেথ সংস্থার পক্ষ থেকে সোমবার বিকেলে শতাধিক পথশিশুকে ফোঁটা দিলেন তিনি। সেইসঙ্গে প্রতিবন্ধী ভাইয়েদেরও ফোঁটা দেওয়া হয়। মিস্টি, সসন্দেশের প্লেট এবং সেইসঙ্গে ভাইফোঁটায় উপহার হিসাবে দেওয়া হয় নতুন পোশাক। এমন উৎসবের দিনে তারাও যে ফেলনা নয় সেই বার্তা দিলেন ডিভাইন ব্রেথের কর্ণধার নীহারিকা মুখোপাধ্যায়। মধ্য কলকাতার হিন্দ সিনেমা সংলগ্ন ট্রাঙ্গুলার পার্কের কাছে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিলের সমাজের বিশিষ্টজনেরা। যাদের কথা কেউ ভাবে না তাদেরকেও উৎসবে সামিল করার লক্ষ্য নিয়েই এই কর্মসূচি – জানালেন ডিভাইন ব্রেথের কর্ণধার।
https://youtu.be/qH3GJhkjE2Y