কলকাতা : আজ তিনি মন্ত্রী হিসাবে নন। আজ নেই কোন রাজনৈতিক কাজের ব্যাস্ততা। আজ শুধুই ভাই। খোসমেজাজে ফোঁটা নিলেন বোনের হাত থেকে। শোভনদেব চট্টোপাধ্যায় ভাইফোঁটার দিনটা কাটান শুধু পরিবারের সদস্যদের সঙ্গেই। বাঙালি রীতি মেনে এদিন রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে আয়োজন ছিল ভাইফোঁটা অনুষ্ঠানের। সেখানে তিন প্রজন্ম একসাথে ফোঁটা নিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় ও তাঁর দাদা যেমন ছিলেন তেমনি শোভনদেবপুত্র সায়নদেব ও নাতিও বসেছিলেন। ভাইফোঁটার স্মৃতি হাতড়াতে হাতড়াতে শোভদেব বললে যত কঠিন পরিস্থিতিই আসুক, এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন তিনি।
কেমন ছিল বিদ্যুৎমন্ত্রীর ভাইফোঁটা ?
সোমবার,১৬/১১/২০২০
679