কালী পুজোয় করোনা দুর্গতদের বস্ত্র তুলে দিল বিরাটি হিন্দু মিলন মন্দির


রবিবার,১৫/১১/২০২০
1031

বিরাটি: করোনা মহামারির ফলে বহু মানুষ কর্মহীনক। এই পরিস্থিতিতে অনেকেই দুর্গাপূজো ভালোভাবে কাটাতে পারেনি। তাই আলোর উতসব কালি পুজোয় সমস্ত কষ্ট ভুলে সাধারন মানুষ যাতে ভালোভাবে পুজো উপভোগ করতে পারে তাই গরিব মানুষদের পুজোর দিন শাড়ি কাপড় তুলে দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দির।

উত্তর ২৪ পরগনার বিরাটির নবদর্শ হাউসিং সোসাইটি কালি মন্দীরে কালি পুজো এবারে ৪৬ বছরে পড়ল।সেখানেই বিরাটি হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে শাড়ি কাপড় তুলে দেওয়া হয় সুস্থ মানুষদের।বিরাটি হিন্দু মিলন মন্দিরের পরিচালক শুভাশিস বাগচি বলেন,দীর্ঘ লকডাউনের ফলে বহু মানুষ কাজ হারিয়েছে। তারাও যাতে পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয় তাই এই উদ্যোগ। শীত আর একটু পড়লে তাদের শীত বস্ত্র ও কম্বল তুলে দেওয়া হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট