কলকাতা : একশো শতাংশ লোকাল ট্রেন চালানো হলে আরো বৃদ্ধি পাবে যাত্রীসংখ্যা। আর তাতে বাড়তে পারে করোনা। এই আশঙ্কা থেকেই আগামী দিনে কিভাবে লোকাল ট্রেনের ভিড় নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে কলকাতার ভবানী ভবনে রেল ও রাজ্য সরকারের মধ্যে শুরু হলো বৈঠক। হাওড়া ও শিয়ালদহ লাইনে এমনি সময় দেড় হাজারের বেশি লোকাল ট্রেন চালানো হয়। এখন সেখানে চালানো হচ্ছে মাত্র ৬১৫ টি লোকাল ট্রেন। তাতেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। এই কিভাবে সামলানো যায় এবং করনা বিধি সম্পূর্ণভাবে মেনে ট্রেন চলাচল করতে পারে সে নিয়েই এদিন বৈঠক শুরু হয়েছে।
ট্রেন চালানো হলে আরো বৃদ্ধি পাবে যাত্রীসংখ্যা, আর তাতে বাড়তে পারে করোনা ?
বৃহস্পতিবার,১২/১১/২০২০
782