কলকাতা : দীর্ঘ প্রতিক্ষার অবসান। টানা সাড়ে সাত মাস বন্ধ থাকার পর ফের চাকা গড়াল লোকাল ট্রেনের। বুধবার থেকে শুরু হল যাত্রী পরিষেবা। আপাতত শিয়ালদা ডিভিশনে ৪১৩, হাওড়া ডিভিশনে ২০২ ও খড়গপুর ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা থাকছে ৮১। সম্পূর্ণ করোনা বিধি মেনেই লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। মাস্ক বাধ্যতা করা হয়েছে। এক যাত্রীর সঙ্গে আর এক যাত্রীর মধ্যে দূরত্ব বজায় রাখতে মাঝের আসনে ক্রশ কেটে দেওয়া হয়েছ। বাড়ানো হয়েছে নজরদারি। দীর্ঘদিন পর লোকাল ট্রেন চালু হওয়ায় স্বস্তি নিত্যযাত্রীদের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোটা রেলের কাছে এখন বড় চ্যালেঞ্জ।
দীর্ঘ প্রতিক্ষার অবসান, চাকা গড়াল লোকাল ট্রেনের
বুধবার,১১/১১/২০২০
775