কলকাতা: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, কুমিল্লার ঘটনা সহ হিন্দুদের ওপর একাধিক আক্রমণের প্রতিবাদে কলকাতার রাস্তায় নামল বজরং দল। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে এদিন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার অভিযান কর্মসূচি নেওয়া হয়। বিড়লা তারামণ্ডল থেকে মিছিল কিছুটা এগোতেই পুলিশ ব্যারিকেড করে আন্দোলনকারীদের আটকায়। সেখানেই তারা বসে পড়লে পুলিশ আটক করে। সংগঠনের নেতৃত্ব ডঃ অর্চনা মজুমদার বলেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের কি মানবিক অধিকার নেই সেখানে বসবাসেরর? শুধু হিন্দুদের উপর অত্যাচার নয়, নারীদের ধর্ষিতা হতে হচ্ছে। এরই প্রতিবাদ জানাতে কলকাতায় কর্মসূচি নিয়েছিল তারা। কিন্তু পুলিশ অকারণে তাদের আটকেছে।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, প্রতিবাদে কলকাতার রাস্তায় নামল বজরং দল
মঙ্গলবার,১০/১১/২০২০
860