বাঁদনা পরবের আগে ঘর সাজাতে ব্যস্ত ঝাড়গ্রামের মহিলারা


রবিবার,০৮/১১/২০২০
795

ঝাড়গ্রাম: কয়েকদিন পরেই হবে কালিপুজো ও দীপাবলি উৎসব। তার একদিন পরেই জঙ্গলমহলে হয় বাঁদনা পরব। বাঁদনা পরবের আগে ঘর সাজাতে ব্যস্ত গ্রামের মহিলারা। ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাজপাড়া গ্রামে। প্রতিবছর জঙ্গলমহলে ধুমধাম করে পালিত হয় এই উৎসব। তার আগেই গ্রামের মাটির বাড়ি গুলো রং করার রেওয়াজ রয়েছে। সেই রেওয়াজ এবং রীতি মেনেই মাটির বাড়ি রং করছেন মহিলারা। এমনকি বাড়ির মহিলারা তাদের মনের মতো ঘরটিকে রং দিয়ে সাজান। যার ফলে সৌন্দর্য এবং খুশিতে ভরে ওঠে তাদের বাড়গুলি।

বিজ্ঞাপন : এখানে বিজ্ঞাপন দিতে , যোগাযোগ : 9733377444

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট