জম্মু কাশ্মীরে কর্মরত বি এস এফ জাওয়ানের মৃতদেহ পৌঁছাল তার গ্রামের বাড়ি, গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জেলা প্রশাসনের


শনিবার,০৭/১১/২০২০
975

ঝাড়গ্রাম: শারিরীক অসুস্থতায় মৃত্যু হল এক বি এস এফ জাওয়ানের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই বি এস এফ জাওয়ান জম্মু কাশ্মীর এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন। ১৭৩ নং ব্যাটেলিয়ানের এ এস আই ছিলেন চুনারাম কিস্কু। ওখানেই শারিরীক অসুস্থতার কারনে মৃত্যু হয় ৫৫বছর বয়সের বি এস এফ জাওয়ান চুনারাম কিস্কুর। শনিবার তাঁর গ্রামের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের বাঘাগ্যাড়া গ্রামে পৌঁছাল তাঁর কফিনবন্দি মৃতদেহ। বি এস এফ এর কর্মীরা এদিন তাঁর মৃতদেহ পৌঁছে দেন তাঁর গ্রামের বাড়িতে। বাড়িতে মৃত জাওয়ানের স্ত্রী দুই মেয়ে সহ একটি ছেলেও রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গান স্যালুটের মধ্য দিয়ে গ্রামের বাড়িতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বি এস এফ জাওয়ানের মৃত্যু তে শোকাহত ঝাড়গ্রামজেলাবাসী।

বিজ্ঞাপন

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট