করোনা ও লকডাউনের বাধা পার করে আনলক পর্বে ফের ঘুরে দাঁড়াচ্ছে দেশীয় অর্থনীতি। এই পর্যায়ে যে সমস্ত রাজ্যের ব্যবসা-বাণিজ্য ধীরে ধীরে ছন্দে ফিরেছে, তার মধ্যে উল্লেখযোগ্য স্থান পশ্চিমবঙ্গের। কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাজ্যওয়াড়ি পণ্য পরিষেবা কর বা GST আদায়ের ক্ষেত্রে চলতি আর্থিক বছরের মধ্যে এই অক্টোবর মাসে রেকর্ড পরিমাণ কর আদায় হয়েছে। অর্থ মন্ত্রক সূত্রে খবর, এই মাসে ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা জিএসটি আদায় হয়েছে গোটা দেশে। জিএসটি সংগ্রহের এই পরিমাণ এর আগের সমস্ত রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। বৃদ্ধির নিরিখে যা গত বছরের এই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি! এর মধ্যে চলতি অক্টোবর মাসে বাংলায় জিএসটি আদায় হয়েছে ৩ হাজার ৭৩৮ কোটি টাকা। যা ২০১৯ সালের এই মাসে আদায় হয়েছিল ৩ হাজার ২৬৩ কোটি টাকা। জিএসটি সংগ্রহে বাংলার বৃদ্ধির হার ১৫ শতাংশ!
অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর মাসে জিএসটি কর সংগ্রহে বৃদ্ধির ক্ষেত্রে বাংলা ছাড়া প্রথম সারির রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান, গুজরাত, ঝাড়খণ্ড, ওড়িশা, পঞ্জাব, অন্ধ্র প্রদেশ। এদিকে বৃদ্ধির হারের ক্ষেত্রে অনেক পিছনে রয়েছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক, বিহারের মতো বড়ো রাজ্যগুলি। তবে গোটা দেশজুড়ে জিএসটি সংগ্রহের জোয়ার পর্বেও ভাটা পড়েছে চণ্ডীগড় এবং দিল্লির মতো অর্থনৈতিক হাব বলে পরিচিত এলাকায়। অক্টোবরে জিএসটি বাবদ চণ্ডীগড়ের বৃদ্ধির হার মাইনাস তিন শতাংশ। আরও খারাপ অবস্থায় রয়েছে দিল্লি। তাদের বৃদ্ধির হার মাইনাস আট শতাংশ।