বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি বিমল গুরুংয়ের


বৃহস্পতিবার,০৫/১১/২০২০
1094

দার্জেলিং: বিজেপিতে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিমল গুরুং। তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই রক্ষা করেনি বলে কলকাতায় অভিযোগ করলেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন বলে আরো একবার জানিয়ে দিলেন তিনি। বিমল গুরুং বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তর বঙ্গে বিজেপি কে উচিত শিক্ষা দেবেন তারা।

বিজেপি কে উচিত শিক্ষা এদিন দার্জিলিং পুরসভার ১৭ জন কাউন্সিলর যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা। পুরসভা নির্বাচনে এই ১৭ জন গোর্খা জনমুক্তি মোর্চার হয়ে নির্বাচিত হয়ে পড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারা সবাই গোর্খা জনমুক্তি মোর্চায় ফিরে এলেন। এদিন এই 17 জন কাউন্সিলর হাটে গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা তুলে দিলেন বিমল গুরুং সহ তার দলের অন্যান্য নেতারা। তবে বিনয় তামাং সম্পর্কে কোনো মন্তব্য করলেন না তিনি।

https://youtu.be/MpY59WfhqyQ

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট