দুর্গাপূজার বিধিনিষেধ মেনেই হবে কালীপূজা, জগদ্ধাত্রী এবং কার্তিক পূজা


বৃহস্পতিবার,০৫/১১/২০২০
1393

দুর্গাপূজার বিধিনিষেধ মেনেই হবে কালীপূজা, জগদ্ধাত্রী এবং কার্তিক পূজা

150 স্কোয়ার মিটার বা তার থেকে কম আয়তনের প্যান্ডেলে 10 জনের বেশি নয়।

150 থেকে 300 স্কোয়ার মিটারের প্যান্ডেলে 15 জন থাকবে।

300 স্কোয়ার মিটারের বেশি প্যান্ডেলে 45 জনের বেশি থাকবে না।

প্যান্ডেল থেকে 5 মিটার এলাকা নো-এন্ট্রি জোন হবে।

ঢাকি দের প্রবেশাধিকার থাকবে।

সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হলো এবছরের জন্য।

রাজ্যের সর্বত্র নিষিদ্ধ বাজি। কালীপূজা, দিওয়ালি এবং ছট পূজাতেও বন্ধ বাজি।

বাজি বিক্রিও করা যাবে না।

পুলিশ সবটা নিশ্চিত করবে।

Sanitizer এবং মাস্ক বাধ্যতামূলক।

দূরত্ববিধি বলবৎ থাকবে।

বিসর্জনের শোভাযাত্রা হবে না।

বাজনা এবং আলোকসজ্জা করা যাবেনা বিসর্জনের জন্য।

নূন্যতম আয়োজন করতে হবে বিসর্জনের জন্য।

বিসর্জন ঘাটে বেশি লোক নয়। কলকাতা হাইকোর্টে বাজি নিষিদ্ধ করার আবেদনের ভিত্তিতে হওয়া মামলায় বিচাররপতিসঞ্জীব ব্যানার্জী এই কড়া নির্দেশ দেন।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট