শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে, ধীরে ধীরে বইতে শুরু করেছে উত্তরে হাওয়া। হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে শহর জুড়ে। ধীরে ধীরে উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে। যার ফলস্বরুপ দক্ষিনবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে আর বৃষ্টির সম্ভাবনা নেই বরং এবার ক্রমশ নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। রাত বাড়তেই নামবে তাপমাত্রার পারদ। পাশাপাশি ভোরের দিকের পরিস্থিতিও থাকবে কার্যত একই। ভোরে কুয়াশা আছন্ন দেখা যেতে পারে কলকাতা -সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিকে।মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা প্রায় ২ ডিগ্রি কমে ২২.৪ ডিগ্রি হয়েছে। ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হচ্ছে শহর জুড়ে।