রাজ্যের মুকুটে নতুন পালক, ১০০ দিনের গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দেশের সেরা আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার: ১০০ দিনের গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দেশের সেরা জেলা হল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। এর আগেও কেন্দ্রের এই প্রকল্পে ভালো কাজের জন্য সুনাম কুড়িয়েছিল উত্তরবঙ্গের এই জেলা। আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা জানান, ২০২০-২১ আর্থিক বছরে নির্ধারিত বাজেট অনুযায়ী, আলিপুরদুয়ার কাজের নিরিখে গোটা দেশের মধ্যে সেরার সেরা সম্মান অর্জন করেছে। ২০২০-২১ আর্থিক বছরে আলিপুরদুয়ার জেলায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে ১ কোটি ১০ লক্ষ ৪১৬ শ্রমদিবস টার্গেট করা হয়েছিল। তবে সেই আর্থিক বছর শেষ হওয়ার প্রায় চার মাস আগেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে আলিপুরদুয়ার। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির মধ্যেও নির্ধারিত লক্ষ্যের ২ শতাংশ বেশি কর্মদিবস তৈরি করেছে উত্তরবঙ্গের এই জেলা।

জেলা প্রশাসন সূত্রে খবর, এবছরের ৩১ অক্টোবর পর্যন্ত আলিপুরদুয়ারে মোট ১ কোটি ১২ লক্ষ ৮২ হাজার ৮৪৩টি শ্রম দিবস তৈরি হয়েছে। জেলার মোট ৬৬টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতে গড়ে ১ লক্ষ ৭০ হাজার ৯৫২ শ্রম দিবস তৈরি হয়েছে। তাই প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নিরিখে এই পরিসংখ্যানও সারা দেশে সেরা বলে জানিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন।

বিজ্ঞাপন : এখানে বিজ্ঞাপন দিতে , যোগাযোগ : 9733377444

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আলিপুরদুয়ার জেলায় মোট ছয়টি ব্লকে গড়ে ১৫ লক্ষ শ্রম দিবস তৈরি হয়েছে। জেলার কালচিনি ও ফালাকাটা ব্লকে ২০ লক্ষের বেশি শ্রম দিবস তৈরি হয়েছে। চলতি আর্থিক বছরের অক্টোবর পর্যন্ত মোট ২ লক্ষ ৫১ হাজার ৮৫টি পরিবার কাজ পেয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ২০১৪ সালে আলিপুরদুয়ার জেলা গঠনের পর এই প্রথম এত বেশি সংখ্যক পরিবারকে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় কাজ দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবার গড়ে ৪৪.৯৫ দিন কাজ পেয়েছে।

আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে জেলাস্তর পর্যন্ত এই প্রকল্পে সব অফিসার ও সরকারি কর্মীরা খুব ভালো কাজ করেছেন। জেলার সাধারণ নাগরিক আমাদের এই কাজে বিশেষ সহযোগিতা করেছেন। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

admin

Share
Published by
admin

Recent Posts

বেপরোয়া গতির বলি, দায় কার?

প্রতিদিনের ব্যস্ত জীবনে শহরজুড়ে যে শব্দটা প্রায়ই আমাদের কানে বাজে, তা হলো “দুর্ঘটনা”। চারপাশে যখনই…

14 hours ago

বাচ্চাদের ডাব খাওয়া – সুস্বাদু ও স্বাস্থ্যকর অভ্যাস

বাচ্চাদের ডাব খাওয়া: স্বাস্থ্য ও সতেজতার প্রাকৃতিক উপায় বাংলার গ্রীষ্ম মানেই রোদের তেজ, ঘাম আর…

2 days ago

রিঙ্কু সিং: মাঠের কোণ থেকে তারকার যাত্রা

২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ…

5 days ago

তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…

3 weeks ago

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী

আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…

3 months ago

কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” প্রকাশিত।

১০ জানুয়ারি ২০২৫ এর বই মেলা উপলক্ষে বাজারে এসেছে কবি এ কে সরকার শাওনের প্রথম…

3 months ago