পাহাড়ের রাজনীতিতে বিমলের জায়গা নেই: বিনয় তামাং


মঙ্গলবার,০৩/১১/২০২০
677

কলকাতা: কলকাতায় এসে বিমল গুরুংয়ের বিরুদ্ধে সোচ্চার হলেন বিনয় তামাং। পাহাড় রাজনীতি ফের গরম হতে শুরু করেছে বিমলের বিজেপি সঙ্গ ছাড়ার পর। বিমল এখন তৃণমূলের পক্ষে। যা যথেষ্টই ক্রোধের কারন হয়ে উঠেছে বিনয় তামাংদের।

গোর্খা ভবনে সাংবাদিক বৈঠক করে বিনয় তামাং বলেন, ‘‌বিমল গুরুং কোনও উদ্দেশ্যও নয়, বিধেয়ও নয়। মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন তাই বৈঠক করতে এসেছি। এখানে বিমল–রোশন কোনও বিষয় নয়।’‌

এদিকে সোমবার বাগডোগরা থেকেই বিমল গুরুংকে কড়া বার্তা দেন বিনয় তামাং। তিনি বলেন, ‘পাহাড়ের রাজনীতিতে আর বিমলের কোনও জায়গা নেই। তাঁর সঙ্গে রাজনৈতিক বা প্রশাসনিক মঞ্চ ভাগাভাগিরও প্রশ্ন নেই।’ বিনয়ের এই মন্তব্যের পর দেখার বিষয় হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমল–বিনয় মিশিয়ে দিয়ে পাহাড়বাসীকে কেমন করে আঁটি হিসেবে গড়াগড়ি খাওয়ায়।

বিজ্ঞাপন : এখানে বিজ্ঞাপন দিতে , যোগাযোগ : ৯৮৩০৭১০৯৮০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মঙ্গলবার নবান্নের বৈঠকে এই দুই পক্ষকে বুঝিয়ে বোঝাপড়ার চেষ্টা চলে। বিনয় তামাং বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের একটা জোট রয়েছে। আমরা একসঙ্গে কাজ করছি। পাহাড়ের উন্নয়ন এবং শান্তিই আমাদের একমাত্র লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ রাজনীতিবিদ। তাঁর উপর আমাদের আস্থা, ভরসা আছে। এটুকু বলতে পারি।’

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট