কলকাতাতে টায়ার পার্ক , জেনে নিন কোথায় ?


সোমবার,০২/১১/২০২০
1809

কলকাতা:  পরিত্যক্ত টায়ার থেকে শিল্প সৃষ্টি করা। এবং সেই সঙ্গে গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ একটা পার্ক। যে পার্কের শোভা বর্ধন করছে টায়ার কেটে দোলনা, চেয়ার, টেবিল ও অন্যান্য জিনিষ। পার্কের দেওয়াল তৈরী হয়েছে টায়ারের রকমারি সাজে। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের কর্মীদের দক্ষতায় কলকাতা উপহার পেতে চলেছে ভারতের প্রথম টায়ার পার্কের। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে এই নয়া ভাবনার।

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

বিভিন্ন ডিপো বা বাসের টার্মিনাস পয়েন্টে জমে ছিল পরিত্যক্ত বহু টায়ার। সেখানে বৃষ্টির জল জমে মশার লার্ভা জন্মায়। ছড়ায় রোগ। এই সব পড়ে থাকা বাসের টায়ারকে কাজে লাগানোর পরিকল্পনা থেকে টায়ার পার্কের ভাবনা। জানালেন পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের আধিকারিক অনুপম বিশ্বাস।

ধর্মতলা বাস ডিপোতে এইসব পরিত্যক্ত টায়ার দিয়ে গড়ে তোলা শিল্প সৃষ্টিতে ধীরে ধীরে সেজে উঠেছে এই নয়া পার্ক৷ পার্কে থাকছে ছোট ক্যাফে। সেইসঙ্গে সাউন্ড সিস্টেমও।

ধর্মতলার মত ব্যস্ততম এলাকায় ঘন্টা দুয়েক সময় কাটানোর তেমন কোন পার্ক নেই। ভারতের প্রথম এই টায়ার পার্ক সেই শূন্যতা পূরণ করবে বলে প্রত্যাশা করছে পরিবহন নিগমের কর্তারা। সেইসঙ্গে এই এলাকার পরিবেশ আরও সুন্দর হবে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট