রকমারি চায়না আলোয় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার চিরাচরিত প্রথা “স্বর্গবাতি”

পশ্চিম মেদিনীপুর:- রকমারি চায়না আলোয় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার চিরাচরিত প্রথা স্বর্গবাতি। তাই এখন আর তেমন চোখে পড়ে না এই স্বর্গবাতি দেওয়ার রেওয়াজ। গ্রামবাংলায় গোটা কার্তিক মাস জুড়ে এই স্বর্গবাতি দেওয়ার রীতি চলে আসছে সেই প্রাচীনকাল থেকেই। আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত একমাস ধরে প্রতি সন্ধ্যায় এই স্বর্গবাতি দেওয়ার রীতি প্রচলিত আছে।

বাড়িতে সন্ধ্যাবাতি দেওয়ার সময় তুলসী তলায় একটি লম্বা বাঁশের আগায় একটি প্রদীপ জ্বালিয়েও বাঁশের ডোগায় ঝুলিয়ে দেন কূলবধুরা। অনেকটা ঠিক পতাকা তোলার মতো করে ঐ দীপদানকে বাঁশের আগায় উঠানো এবং নামানো যায়।

বাড়ির কুলবধূরা সন্ধ্যাবাতি দেওয়ার সময় মাথায় ঘোমটা দিয়ে ওই স্বর্গবাতি জ্বালিয়ে দিয়ে বলেন “দামোদরায় নভসি তুলায়াবে লোলয়া সহ প্রদীপন্তে / প্রযচ্ছামি নম অনন্তায় বেধসে”। অর্থাৎ কার্তিকমাসে লক্ষ্মীর সঙ্গে নারায়নকে আমি আকাশে প্রদীপ দিয়ে বিধিকর্তাকে নমস্কার জানায়। এখানে ‘দামোদর’ হলেন নারায়ণ এবং ‘লোলয়া’ হলেন লক্ষ্মী। অর্থাৎ লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যেই এই রীতি ।

তবে অনেকেই এই উপচারের পেছনে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। কারো মতে, কার্তিক মাস থেকেই দক্ষিনায়ণ শুরু হয়। ফলে এ সময় দিন ছোট আর রাত বড় হয়।তখনকারদিনে আলোর অভাব মেটাতেই গৃহস্থরা এই বাতি দেওয়ার প্রথা চালু করেন৷ আবার অনেকে বলেন এই কার্তিক মাসেই বাড়িতে সোনার বরণ ধান কেটে নিয়ে আসার সময়৷ গ্রাম বাঙলার চাষীরা ধানকে লক্ষ্মী বলে মনে করেন। তাই গ্রাম বাঙলার কৃষিজীবী মানুষেরা তাদের আরাধ্য দেবতা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে এই দীপ জ্বেলে ঘরটিকে আলোকিত করেন। যাতে স্বর্গ থেকে লক্ষ্মীনারায়ণ তাঁদের বাড়িটিকে চিনে আসতে পারেন। তারা মনে করেন এই দীপ দানের ফলে লক্ষ্মীনারায়ণের কৃপায় সুখ স্বাচ্ছ্যন্দ এবং মহাসম্পদে পরিপূর্ণ হয়ে তাদের শ্রীবৃদ্ধি ঘটবে অচিরেই।

বাঙলা প্রবাদে রয়েছে, ‘নাতি স্বর্গে দেবে বাতি’। অর্থাৎ দাদু, ঠাকুমার মৃত্যুর পরে তাঁদের অবিনশ্বর আত্মার উদ্দেশ্যে আলো দেখাবে তাঁর নাতি নাতনিরা। অর্থাৎ পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় বাড়ির ভিটে থেকে একটু উঁচু করে কোনো স্থানে বাতি দেখানোর রীতিই হোলো স্বর্গবাতি৷ আকাশকে স্বর্গ ভেবে স্বর্গারোহনের পথে বাঁশের ডোগায় জ্বালানো হয় স্বর্গবাতি। এছাড়াও এই কার্তিকমাসে ফসল নির্বিঘ্নে বাড়িতে তোলার জন্য গৃহস্থের লোকজন শরণাপন্ন হন দেবসেনাপতি কার্তিকের। তাই কার্তিকের মনোরঞ্জনের জন্য ঘরের চালে, উঠোনে এবং আকাশের পানে দীপ জ্বালিয়ে রাখা হয়। সেই আলোতে দেবসেনাপতি ফসল পাহারা দেন গৃহকর্তার। তবে যে কারনেই থাক না কেন প্রাচীন কাল থেকেই এই রীতি গ্রাম বাঙলার প্রতিটি গৃহস্থের বাড়িতে লক্ষ্য করা যেত।

বর্তমানে গ্রাম বাঙলাতেও আর সেভাবে চোখে পড়ে না এই স্বর্গবাতি দেওয়ার রীতি। গৃহস্থরা এখন বাজার থেকে রকমারি চায়না আলো কিনে এনে তা জ্বালিয়ে দিচ্ছেন। ফলে এই চায়না আলোর দাপটে লুপ্ত হতে হাতে আজ প্রায় হারিয়েই যেতে বসেছে গ্রামবাংলার চিরাচরিত প্রথাস্বর্গবাতী দেওয়ার রীতি । তবে এখনো পুর্বপুরুষের শুরু করা স্বর্গবাতি দেওয়ার প্রথা টিম টিম করে বাচিয়ে রেখেছেন গ্রাম বাঙলার কতিপয় মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের প্রত্যন্ত শাখাভাঙ্গা গ্রামের ধীরেন খাঁ, আদিত্য খাঁ এদের বাড়ি গেলে এখনো চোখে পড়বে এই স্বর্গবাতি দেওয়ার প্রথা। তাদের বিশ্বাস, এই আকাশবাতি অমঙ্গল এবং অতিপ্রাকৃত দুষ্ট শক্তিকে প্রতিহত করে সংসারের মঙ্গল করে। তাই পুর্বপুরুষদের শুরু করা প্রথা এখনো টিকিয়ে রেখেছি।

বিজ্ঞাপন

admin

Share
Published by
admin

Recent Posts

পহেলগাঁও-কাণ্ডে হুঙ্কার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের এই বক্তব্য নিঃসন্দেহে এক দৃঢ় বার্তা—দেশের নিরাপত্তা ও জনগণের শান্তির প্রশ্নে কোনওরকম…

3 days ago

জঙ্গিবাহিনী এই এলাকাকে বেছে নেওয়ার পেছনে কয়েকটি প্রধান কারণ ?

পহেলগাঁও-এর বৈসরন উপত্যকা, যাকে অনেকেই "মিনি সুইৎজ়ারল্যান্ড" বলে ডাকেন, তার সৌন্দর্য যেমন মন কাড়ে, তেমনি…

3 days ago

পুলিশ ও সেনার পোশাকে হঠাৎ হামলা, পহেলগাঁওয়ে পাক জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, তদন্তে নেমেছে নিরাপত্তাবাহিনী

কাশ্মীর: ফের উত্তপ্ত পহেলগাঁও। সম্প্রতি ঘটে যাওয়া এক আকস্মিক হামলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়।…

4 days ago

৬৫ হাজার টাকার চশমা! বিধায়কের বিল দেখে চমকে মুখ্যমন্ত্রী, নয়া নির্দেশ বিধানসভায়

কলকাতা: আবারও চর্চার কেন্দ্রে উঠে এল বিধায়কদের ‘মেডিক্যাল বিল’। মুর্শিদাবাদের এক তৃণমূল বিধায়ক, যিনি তিনবার…

4 days ago

মামলা রয়েছে হাই কোর্টে, ৪০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত এসএসসি চেয়ারম্যান, চাকরিহারারা এখনও ধর্নায়

কলকাতা: অবশেষে ৪০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান সিধার্থ মজুমদার।…

4 days ago

কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলা: প্রকাশ্যে এল এক জঙ্গির ছবি, চাঞ্চল্য ছড়াল সারা দেশে

কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি যে জঙ্গি হামলা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর এক ছবি সামনে এনেছে সংবাদমাধ্যম…

4 days ago